আমাজন নিশ সাইট নিয়ে কাজ করছেন?
কিংবা কাজ করার কথা ভাবছেন? জানতে চান র্যাঙ্কংয়ের জন্য এখনো গুগল কোন বিষয়টাকে বেশি গুরুত্ব দেয়?
তাহলে আমি এমন দুইটি সাইটের বিষয় নিয়ে বলবো যারা রীতিমত মেগা সাকসেস পেয়েছে। যাদের সাফল্যের কারন জানতে পারলে আপনিও উপকৃত হতে পারবেন। আপনি আপনার বর্তমান সাইট ও ভবিষ্যত সাইটের জন্য স্ট্রাটেজি তৈরি করতে পারবেন।
মজার বিষয় হলো এদের এই সাকসেস পাওয়ার ক্ষেত্রে তেমন কোন কস্ট করতে হয় নি। ছোট একটা স্ট্রাটেজি এতে এতো বড় সাফল্য এনে দিয়েছে।
স্ট্রাটেজিটা হলো ড্রোপড ডোমেইনে নিশ সাইট তৈরি।
আপনি হয়তো শুনেছেন যে ড্রোপড ডোমেইনে নিশ সাইট তৈরি করে। আমিও জানি। তবে আমি যে দুইটি সাইটের কথা বলছি তাদের যে সাফল্য এমন আমি অন্য সাইটের ক্ষেত্রে দেখিনি। কেমন সাফল্য? চলুন দেখে নেই।
সাইট দুইটি হলোঃ
- foodsharkmarfa.com
- thearchitectsguide.com
ফুড সার্ক মারফার মান্থলি ভিজিটির দুই লাখের বেশি আর আরকিটেক্ট গাইডের মান্থলি ভিজিটর সাড়ে তিন লাখের বেশি।


এই দুই সাইটের উদ্যোক্তা আমি নিশ্চিত খুবই স্মার্ট ও দক্ষ। ভালো একটা ডোমেইন নির্বাচন করেই তারা তৈরি করে ফেললো তাদের ভাগ্য। সাধারন ভাবে বলা যায় যে সাইট সাড়ে তিন লাখ ভিজিটর পায় আর অধিকাংশই বায়িং কিওয়ার্ড দিয়ে সেই সাইট মাসে ৩০-৪০ হাজার ডলার আয় করে।
এই সাফল্য পেতে তাদের অন্যদের মতো কস্ট করতে হয় নি। সাফাল্যও এসেছে খুব অল্প সময়ে। কি ছিলো সাফল্যের সেই রহস্য?
এই দুইটি সাইটই করা হয়েছে ড্রোপড ডোমেইনের উপর। কেমন ছিলো এই ড্রোপড ডোমেইন গুলো? কেন এই সাইট গুলো এতো ভালো করছে। এই সব প্রশ্নের উত্তর খুজঁতে আমি যে এনালাইসিস করেছি তা এখানে রেকর্ড করছি।
ভিডিওতে আমি আমার পর্যালোচনা করেছি। সংক্ষিপ্ত আকারে সাফল্যের কারন গুলো হলোঃ
- স্ট্রং লিঙ্ক প্রোফাইল – যে লিঙ্ক প্রোফাইল কম্পিটিটর সাইট গুলোর নেই আর সহসা তৈরিরও সুযোগ নেই
- কিওয়ার্ড সিলেকশন – সাইটের লিঙ্ক প্রোফাইলের সাথে সমন্বয় রেখে সেই কিওয়ার্ড গুলো তারা নির্বাচন করে যাদের সার্চ ভলিয়ম ভালো আর সহজেই তারা প্রথম পেইজে র্যাঙ্ক করবে। মজার বিষয় হলো অধিকাংশ কিওয়ার্ডের জন্যই তারা প্রথম পজিশনে র্যাঙ্ক করে।
- লং ফরম কনটেণ্ট – অধিকাংশ কনটেণ্ট লং ফরম আর ডিটেইল। যেটা সমসাময়িক এসইওয়ের জন্য বেস্ট প্র্যাকটিস। প্রচুর কিওয়ার্ডের জন্য তাদের পেইজ গুলো র্যাঙ্ক করে
- ফিয়েচারড স্পিনিপিটের জন্য অপটিমাইজ করা
- অনপেইজ এসইও – কিওয়ার্ডের ব্যবহার, ইন্টারন্যাল লিঙ্ক, এক্সটারনাল লিঙ্ক, এলএসআই কিওয়ার্ড
এছাড়াও আরো কিছু বিষয় আছে। আমি মেজর গুলো বললাম।
আমরা এই এনালাইসিস কিভাবে কাজে লাগাতে পারিঃ
- নেক্সট সাইট তৈরির ক্ষেত্রে দেখবো এমন লিঙ্ক প্রোফাইল সম্পন্ন কোন ডোমেইন পাওয়া যায় কিনা পেলে সেই ডোমেইনের উপর নিশ সাইট তৈরি করবো
- বর্তমানে যে সাইট আছে তার লিঙ্ক প্রোফাইলকে নিশ অনুযায়ী তৈরি করবো। র্যান্ডম সাইট থেকে লিঙ্ক তৈরি করবো না।
আশাকরি এনালাইসিসটি আপনার উপকারে আসবে। কেমন লাগলো সহ আপনার মন্তব্য কমেন্টে লিখুন। আর অনুরোধ রইলো লেখাটি অন্যদের সাথে শেয়ার করার জন্য।
জয়েন করুন বিডিএসই ফেসবুক গ্রুপে -যেখানে আমরা আলোচনা করি ডিজিটাল মার্কেটিং, অনলাইন বিজনেস ও ফ্রিল্যান্স ক্যারিয়ার নিয়ে।
খুবই গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন।
ধন্যবাদ।
মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
আমি অ্যাফেলিয়েট করতে চাই। আর্টিকেল সহ মোট কত টাকা লাগবে।
আপনার যা বাজেট আছে তাই দিয়ে শুরু করেন। কে যেমন খরচ করবে তার সাইট তেমনি হবে।
The success of Architects guide was mysterious to me. You have finally solved that. It will be a great help if you write a guide on how to find quality dropped domain because most of the tools and websites to find dropped domains don’t work well. Most of the domains listed there have a bad history. Again buying a quality domain from the expired domain market isn’t cheap.