• Skip to primary navigation
  • Skip to main content
  • Skip to primary sidebar
  • Skip to footer
prayogik

প্রায়োগিক

অনলাইন কোর্স ও ক্যারিয়ার গাইড

  • প্রথম পাতা
  • আমাদের সম্পর্কে
  • টেস্টিমোনিয়াল
  • সাইটের কোর্স ও ফি
  • যোগাযোগ
  • প্রবেশ

স্টিব জবসের না বলা ও ফোকাস থাকা

March 31, 2019 by প্রায়োগিক

এপল অনেক কিছুই তৈরি করেছে। তার মধ্যে কোনটি নিয়ে আপনি প্রাউড ফিল করেন এমন প্রশ্ন স্টিভ জবসকে করলে তিনি বলেন, যা করেছি তা নিয়ে আমি যেমন গর্বিত ঠিক সমান ভাবে যা করি তাই তা নিয়ে আমি গর্বিত।

স্টিভ আরো জানায় যা করা যাবে না তা ঠিক করাটা যা করতে হবে তার সমান গুরুত্বপূর্ণ। আর এই বিষয়টা ব্যক্তি আর ব্যবসার জন্য একই ভাবে প্রযোজ্য।

ফোকাস বলতে মানুষ এটা মনে করে যে যা করতে হবে সেটাতেই মনোনিবেশ করা। আসলে বিষয়টি মোটেও সেই রকম নয়। ফোকাস বলতে আরো শত শত ভালো আইডিয়া বা সম্ভাবনাকে না বলাকে বুঝায়। নির্বাচনের ক্ষেত্রে আপনাকে অবশ্যয় সতর্ক হতে হবে। সাফল্যে মানে ১০০০ জিনিষকে না বলা।

স্টিভ জবসের কথা গুলো পড়লে বুঝতে পারবেন ফোকাস জিনিষটা কি, না বলা বলতে কি বুঝায়। আমরা প্রায় সবাই সাইনি অবজেক্ট সিন্ড্রোমে ভুগি। এক ব্যবসা না দাড়াতে দাড়াতে আরেক ব্যবসার পেছনে ছুটি। একটা স্কিল ভালো ভাবে না শিখে আরেকটা স্কিল শেখার চিন্তা করি।

যারা উবার এচিভার তাদের না বলার ক্ষমতা, প্যার্টান যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন তারা কেন সফল। তারা প্রায় সব কিছু থেকে নিজেদের সরিয়ে রাখে শুধু একটা বিষয়ে পূর্ণ মনোযোগ দেয়ার জন্য।

স্টিভ জবস যে বিষয়টি এপলের জন্য সব চাইতে গুরুত্বপূর্ণ সে বিষয়ে প্রতিদিন টানা ৩ ঘণ্টা সময় দিতেন।

আমরা কি করি?

বলা হয় সোশ্যাল মিডিয়া যুগে এখন সব চাইতে গুরুত্বপূর্ণ স্কিল হলো ডিস্ট্রাকশন থেকে দূরে থাকার স্কিল।

এটা আমাদের প্রায় সবার নিচের সমস্যা গুলো আছেঃ

১) নানা প্রজেক্ট নিয়ে কাজ করার সমস্যা 
২) প্রায় সব স্কিলে মাস্টার হতে যাওয়ার সমস্যা
৩) সহজেই কনসেন্ট্রেশন হারানোর সমস্যা

গত কয়েক মাস আগে আমি বলেছিলাম আমার মনে হয় আমার এটেনশন ডিফিসিয়েন্সি সিন্ড্রোম আছে। কোন কাজে টানা ১০ মিনিট কনসেণ্ট্রেশন দিতে পারি না। আমি কাজ করছি আর অনেক ইম্প্রভ হয়েছে।

Filed Under: ব্যবসায়িক উদ্যোগ

Primary Sidebar

ফেসবুক গ্রুপ

জয়েন করুন বিডিএসইও ফেসবুক গ্রুপে -যেখানে আমরা আলোচনা করি ডিজিটাল মার্কেটিং, অনলাইন বিজনেস ও ফ্রিল্যান্স ক্যারিয়ার নিয়ে।

Recent Posts

  • স্পেনসার কীভাবে তার ব্র্যান্ড তৈরী করলো?
  • স্পেনসার কিভাবে কিওয়ার্ড আইডিয়া খুজে পায়?
  • ২০ অফিস এটিকেট যা প্রত্যেক ব্যাক্তির মেনে চলা উচিত
  • ইমেইল এটিকেটে যা করবেন ও করবেন না
  • যে ১০ আকর্ষনীয় উপায়ে আপনার ব্লগ পোস্টের ইন্ট্রো শুরু করতে পারেন
যোগাযোগ করুন
  • Facebook
  • Instagram
  • Twitter
  • YouTube

Footer

শেখাতে ভালোবাসেন

প্রায়োগিকের মাধ্যমে ট্রেইনিং দিন। অন্যদের জীবন ও ক্যারিয়ার তৈরিতে সাহায্য করুন। নিজেও আয় করুন

বিস্তারিত

আমাদের সাইট

  • হাইয়ারো
  • এক্সপোনেন্ট
  • আপর‍্যাঙ্কলি
  • পরামর্শ

প্রায়োগিক

আইসিটি ও ফ্রিল্যান্স ক্যারিয়া্র, অনলাইন বিজনেস ও জীবনসংক্রান্ত অনলাইন কোর্স পোর্টাল।

০১৭১৩-৪৩২-৮৮০/১

info@prayogik.com

  • Facebook
  • Instagram
  • Twitter
  • YouTube

কপিরাইট © 2023 প্রায়োগিক। সকল স্বার্থ সংরক্ষিত