অতি সফল দুইটি আমাজন নিস সাইটের লাইভ এনালাইস ভিত্তিক ওয়েবিনার
গুগল এখনো লিঙ্ক প্রোফাইলকে র্যাঙ্কিংয়ের জন্য সবোর্চ্চ গুরুত্ব দেয়। এমন কয়েকটি সাইট পেয়েছি যেই গুলো খুব দ্রুতই মাসে লক্ষাধিক ভিজিটরের সাইট তৈরি করেছে। অধিকাংশ কিওয়ার্ডের জন্য ফাস্ট পেইজে র্যাঙ্ক করছে। একটি সাইট প্রায় ৭০০ এর অধিক কিওয়ার্ডের জন্য ফিয়েচার্ড স্নিপেট পজিশনটি দখল করে আছে। তাদের মধ্য থেকে দুইটি সাইটের লাইভ এনালসিস করবো।
অংশগ্রহণ করতে নিচের ফরমটি পূরণ করুন। এবং বিডিএসই গ্রুপে ভোট দিন। বেশি ভোট পাওয়া সময়ে আয়োজন করবো। তারিখ ও সময় নির্ধারিত হলে আপনাকে জানিয়ে দিবো।
ধন্যবাদ। ওয়েবিনারটির আগে আপনাকে অংশগ্রহণ করার জন্য লিঙ্কসহ ইমেইল করা হবে। প্রায়োগিক থেকে ইমেইল ইনবক্সে পেতে info@prayogik.com কে হোয়াইট লিস্ট করে রাখুন।
প্রায়োগিকের মাধ্যমে ট্রেইনিং দিন। অন্যদের জীবন ও ক্যারিয়ার তৈরিতে সাহায্য করুন। নিজেও আয় করুন