প্রথমবারের মত প্রায়োগিক শুরু করতে যাচ্ছে বিশেষ ভাবে সাজানো হোয়াইট হ্যাট লিঙ্ক বিল্ডিং ও এফিলিয়েট লিঙ্ক বিল্ডিং নিয়ে অনলাইন বুটক্যাম্প।
প্রক্রিয়াঃ
অংশগ্রহণকারীরা প্রথম ১৫ দিন প্রায়োগিকের লিঙ্ক বিল্ডিং কোর্সটি সম্পন্ন করবে।এরপর রিয়েল লাইফ লিঙ্ক বিল্ডিং প্রজেক্ট করার জন্য অনলাইন বুটক্যাম্পে অংশ নিবে। বুটক্যাম্পের প্রতি সেশনে টাস্ক দেয়া হবে। টাস্কটি কিভাবে করতে হবে সেই বিষয়ে নির্দেশনা দেয়া হবে। অংশগ্রহণ কারীরা পরের সেশনে কাজটি সম্পন্ন করে জমা দিবেন। সেই কাজটি মেণ্টর ও সহযোগী মেন্টর রিভিও করবেন। প্রতিটি ধাপ সফল ভাবে সম্পন্ন করতে পারলেই কেবল পরের ধাপে যেতে পারবেন। লিঙ্কাবল কনটেণ্ট আইডিয়া জেনেরেশন থেকে ২০ টা লিঙ্ক তৈরি করা পর্যন্ত এই বুটক্যাম্প চলবে।
কোর্স ও বুটক্যাম্পের বিষয় বস্তুঃ
- হোয়াইট হ্যাট আউটিরিচ লিঙ্ক বিল্ডিং
- পিবিএন লিঙ্ক বিল্ডিং ( এফিলিয়েট লিঙ্ক বিল্ডিং)
ফি, খরচ ও প্রজেক্ট
এই বুটক্যাম্প করতে অনেক টুলস, আর কনটেণ্ট ক্রিয়েশন খরচ আছে। এখানেই সবাই আটকে যাবে। টুলস বলতে এইচরেফস লাগবে, মেইলশেইক লাগবে, হান্টার লাগবে। অন্যদিকে কনটেণ্ট রাইটার হায়ার করতে হবে। এই খরচ টা নিজেই বহন করতে পারে আবার আমরাও বহন করতে পারি। যে সাইটের জন্য কাজ করবে সেটা যদি আমরা দেই তাহলে আমরা টুলস, কনটেণ্ট সব খরচ বহন করবো। সাইট যদি নিজে নেয় তাহলে নিজেকেই বহন করতে হবে।
- আমাদের দেয়া সাইটঃ ১৭,০০০ টাকা।
- নিজের সাইট ২৫,০০০ টাকা
আমাদের সাইট হলে ২০ টা লিঙ্ক তৈরি করে ফেলার পর ৮ হাজার টাকা আবার ফেরত পাবে।
দুই ক্ষেত্রেই আমাদের সাইটের যত কোর্স আছে সেই গুলো তিন বছরের জন্য একসেস পাবে।
এখন যে কোর্স গুলো আছেঃ
যে কোর্স গুলো যুক্ত হবে
- নিশ সাইট ২০২২ স্ট্রাটেজি,
- এফিলিয়েট এসইও
- এক্সপায়ার্ড ডোমেইন বিজনেস
প্রয়োগিক লিঙ্ক বিল্ডিং কোর্সে অংশগ্রহণকারীদীর মন্তব্য