২ সপ্তাহের মধ্যে ডিজিটাল সেলস আউটরিচ এক্সপার্ট হয়ে উঠুন

সাথে ১ বছরের জন্য প্রায়োগিকের বর্তমান ও ভবিষ্যতের কোর্স গুলোতে ফ্রি একসেস সুবিধা

অনলাইন থেকে ক্লায়েন্ট বা নিজের বিজনেসের জন্য ক্লায়েন্ট তৈরির কোল্ড আউটরিচ, লিঙ্কডইন আউটরিচ এবং রিটার্গেটিং ক্যাম্পেইনের সমন্বয়ে ডিজিটাল সেলস আউটরিচ কোর্সে অংশ নিয়ে দেশী বা রিমোট কোম্পানী গুলোতে ভালো বেতনে , ভালো পজিশনে ডিজিটাল মার্কেটীংয়ে গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালনের জন্য নিজেকে যোগ্য ও দক্ষ করে তুলন।আমাদের সংগ্রহ করা দেশীয় কোম্পানী গুলোতে আউটরিচ করে ইণ্টার্ন/জব  খুজে নিন।  

ইনহাউজ/রিমোট জব ও ফ্রিল্যান্সিং উপযোগী করে তৈরি করার রেকডেড সেলস আউটরিচ কোর্স

ডিজিটাল মার্কেটিং ইন্ড্রাস্ট্রিতে বিশেষ করে নিশ সাইট কেন্দ্রিক সুযোগ কমে গেলেও আমার মতে দেশে ও বিদেশে ইনহাউজ ডিজিটাল মার্কেটীং ডিপার্টমেণ্টে জব করার সুযোগ তৈরি হচ্ছে।বিশেষ করে বাংলাদেশে প্রচুর অনলাইন বেইজড কোম্পানী হচ্ছে। আরো হবে। সবার ইনহাউজ টিম দরকার। একটা সমস্যা হয় টিম তৈরিতে কাউকে আসলে সে ভাবে তৈরি/ট্রেইন্ড পাওয়া যায় না। সবাই জবে এসে এক্সপেরিমেন্ট করে করে শিখতে চায়। এতে কোম্পানী সেই ভাবে উপকৃত হয় না আবার যারা জব করে তারাও সম্মান জনক বেতন ও ভালো এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে যায় না।


আপডেটঃ ১৪ জুন ২০২৩

ডিজিটাল মার্কেটিং ইন্ড্রাস্ট্রিতে বিশেষ করে নিশ সাইট কেন্দ্রিক সুযোগ কমে গেলেও আমার মতে দেশে ও বিদেশে ইনহাউজ ডিজিটাল মার্কেটীং ডিপার্টমেণ্টে জব করার সুযোগ তৈরি হচ্ছে।বিশেষ করে বাংলাদেশে প্রচুর অনলাইন বেইজড কোম্পানী হচ্ছে। আরো হবে। সবার ইনহাউজ টিম দরকার। একটা সমস্যা হয় টিম তৈরিতে কাউকে আসলে সে ভাবে তৈরি/ট্রেইন্ড পাওয়া যায় না। সবাই জবে এসে এক্সপেরিমেন্ট করে করে শিখতে চায়। এতে কোম্পানী সেই ভাবে উপকৃত হয় না আবার যারা জব করে তারাও সম্মান জনক বেতন ও ভালো এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে যায় না।

অনেক ধরনের স্পেশালাইজেশন তৈরি করা যায় যাতে করে জয়েন করে কোম্পানী গুলোকে ভালো রেজাল্ট দেয়া যায়, ভালো বেতন পাওয়া যায়, জব সেটিসফেকন তৈরি হয়, আর ক্যারিয়েরর গ্রোথও থাকে। ভালো ট্রেনিং মিসিং। অনলাইনে আছে। বাংলাদেশে মিসিং।

অনলাইন ট্রেনিং ব্যয় বহুল। অনেক ক্ষেত্রে ব্যাখ্যা গুলো বুঝতে ও ধরতে সমস্যা হয়। ধীরে ধীরে অনীহা তৈরি হয় আর কোর্স শেষ করার আগ্রহ হারিয়ে যায়। দেশীয় সহপাঠী থাকে না।

কোর্সগুলো ক্যারিয়ার ওরিয়েন্ডেড হলেই কোম্পানী গুলোতে ইন্টার্ণ বা জব পেতে সমস্যা হয়।

প্রায়োগিক থেকে কিছু উদ্যোগ আমি নিবে তাই প্রায়োগিক তৈরি করেছিলাম। অন্য বিষয়গুলো প্রায়োরিটিতে থাকায় প্রয়োগিক যে ভাবে চাচ্ছিলাম সেটা হয় নাই।

এই মূহুর্তে বিশেষ একটা উদ্যোগ নেয়ার পরিকল্পনা আছে – সাইটে দুইটা বিশেষ কোর্স যুক্ত করা।

  • ডিজিটাল মার্কেটিং/অনলাইন বিজনেস রিলেটেড ছোট ছোট অনেক গুলো কনসেপ্ট আছে সেই গুলো নিয়ে একেকটা লেসন তৈরি করার একটা পরিকল্পনা আছে। এই গুলো যাবে ফাউন্ডেশনাল কোর কনসেপ্ট ক্যাটারিতে।
  • স্পেশালাইড কোর্স যেমন – সেলস আউটরিচ মাস্টারি।
  • সাথে কনটেণ্ট স্ট্রাটেজি মাস্টারি, আউটরিস লিঙ্ক বিল্ডিং মাস্টারিটাও আপডেট করবো। এছাড়া স্বস্ব ক্ষেত্রে এক্সপার্টদের নিয়ে আলাদা স্পেশালাইজেশন কোর্স গুলো ধীরে ধীরে যোগ করার ইচ্ছা আছে।

যে কোর্স গুলো ধীরে ধীরে তৈরি করবো তার তালিকা আমরা প্রকাশ করবো। আমাদের লক্ষ্য থাকবে লোকাল ও গ্লোবাল মার্কেটে দ্বায়িত্বশীল পদে চাকরী পাওয়া যায় এমন কোর্স গুলো। এই ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা ও রিসার্চ সাহায্য করবে।

সেলস আউটরিচ ও ডিজিটাল মার্কেটিং কোর কনচেপ্ট নিয়ে পরিকল্পনা গুলো পরের সেকশনে নিয়মিত আর সাইটের ভবিষত কোর্স গুলো পরের সেকশনে আপডেট করবো।

বিশেষ কোর্স (সেলস আউটরিচ ক্যাম্পেইন ম্যানেজার)

জুলাই- আগষ্ট মাসে সেলস আউটরিচ নিয়ে বিশেষ একটা উদ্যোগ নিতে চাচ্ছি। বাংলাদেশের কোম্পানী গুলো এমনকি গ্লোবাল কোম্পানী গুলোর জন্য দক্ষ ও প্রশিক্ষিত সেলস আউটরিচ প্রফেশনালের প্রয়োজন। যারা ইন-হাউজ কিংবা ফ্রিল্যান্স বিটুবি সেলস আউটরিচ ক্যাম্পেইন ম্যানেজার হিসাবে কোম্পাণী গুলোতে জব করতে আগ্রহী তাদের জন্য এই কোর্সের আয়োজন।

টপিকঃ

  • কি, কিভাবে কাজ করে
  • কোম্পানী অবজেক্টিভ
  • বায়ার পারসোনা
  • প্রসপেক্টিং
  • লিঙ্কডইন প্রসপেক্টিং
  • ওয়েব রিসার্চ
  • টুলস
  • ওমনি চ্যানেল আউটরিচ সিস্টেম
  • মেসেজিং
  • পিচিং
  • সিআরএম ইণ্ট্রিগ্রেশন
  • কোল্ড আউটরিচ
  • লিঙ্কইন্ড আউটরিচ
  • স্কিল সেলিং – প্রোফাইল, ফ্রিল্যান্সিং, ইন-হাউজ জব
  • রিটার্গেটিং
  • ল্যান্ডিং পেইজ

ডিজিটাল মার্কেটিং ফাউন্ডেশন

সহজেই বিষয় গুলো বুঝিয়ে দেয়াটাও হচ্ছে লক্ষ্য। প্রতিটি টপিক একটা ভিডিওতে থাকবে। সাথে উদাহরণ ও রেফারেন্স থাকবে বিস্তারিত শিখার জন্য।

  • কনটেণ্ট ফানেল – টপ, মিডল, বটম ফানেল । চ্যাট জিপিটির সাহায্যে ফানেল তৈরি।
  • ডিজিটাল এড টাইপ – ব্রাডিং, লিড ও কনভার্শন এড।
  • বায়ার পারসনা – কি, কেন, কিভাবে করতে হয়।
  • মার্কেট রিসার্চ কিভাবে করতে হবে
  • কম্পিটিটর এনালাইসিস
  • এলান ডিভের ওয়ান পেইজ মার্কেটিং প্লান – সহজেই সব গুলো ডট কানেক্ট করা
  • সেলস পেইজ, ল্যান্ডিং পেইজ, স্কুইজ পেইজ
  • বিজনেস প্রোফাইলের প্রেজেন্স
  • কনটেণ্ট তৈরি
  • রিটার্গেটিং/রিমার্কটিং
  • ফেসবুক এডস বেসিক
  • লিঙ্কডইন এডস ফাউন্ডেশন
  • লিড ম্যাগনেট
  • লিস্ট বিল্ডিং
  • ওয়েবসাইট কপি রাইটিং

মেম্বারশীপ ও অন্যান্য কোর্স

প্রায়োগিক কোর্স গুলোতে ভর্তি প্রক্রিয়া পরিবত্তন হবে।

ভর্তি প্রক্রিয়াঃ

ডিজিটাল মার্কেটিং রিলেটেড সব গুলো কোর্স একটা ডিজিটাল মার্কেটীং ক্যাটাগরিতে থাকবে। কেউ ডিজিটাল মার্কেটীং ক্যাটাগরিতে সাবস্ক্রাইব করলে তার অধীনে সব গুলো মিনি বা লং সব কোর্সই একসেস করতে পারবে। পুরাতন ও নতুন সব কোর্সেই একসেস পাবে। সাবস্ক্রিপশন প্যাকেজে কয়টি সাইট ঐ নির্দিস্ট সময়ে একসেস করতে পারবে তা নির্দিস্ট করা থাকবে।

সাবক্রাইবের ধরন কেমন হবেঃ

ফি ও কোর্সের সংখ্যা কিংবা মেম্বারশীপের ফরম্যাট চুড়ান্ত হয় নাই। নিন্মে মেম্বারশীপ ও ফি সম্পর্কে একটা ধারনা দেয়া হলোঃ

  • ছয় মাস – ৭৫০০ টাকা, ফাউন্ডেশন কোর্স + ৩ টী কোর্স একসেস
  • ১ বছর – ১৫০০০ টাকা, ফাউন্ডেশন কোর্স + ৬ টী কোর্স একসেস
  • ৩ বছর – ২৫,০০০ টাকা , ডিজিটাল মার্কেটীংয়ের অধীণে সব গুলো কোর্স
  • লাইফ টাইম – ৬০,০০০ টাকা, ডিজিটাল মার্কেটীংয়ের অধীণে সব গুলো কোর্স

যে কোর্স গুলো ধীরে ধীরে তৈরি করবো তার তালিকা আমরা প্রকাশ করবো। প্রাথমিক তালিকাঃ

  • টেক এসইও ওডিট
  • গুগল এডস
  • ফেইস বুক এড
  • লিঙ্কডইন এড
  • ইমেল মার্কেটিং
  • কনটেণ্ট মার্কেটিং
  • কনটেণ্ট স্ট্রাটেজি
  • এফিলিয়েট মার্কেটিং
  • সেলস ফানেল
  • সেলিং অন আমাজন
  • গুগল এনালিটিক্স
  • কনভার্শন অপটিমাইজেশন
  • কনটেণ্ট রাইটিং
  • ব্লগিং/এফিলিয়েট
  • স্যাস বিজনেস ফর নন টেক ফাউন্ডার

নোটিফিকেশন

মেম্বারশীপ রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং আর্লি বার্ড রেজিস্ট্রেশন শুরু হলে নোটিফেকশন পেতে নিচের ফরমটি পূরণ করুন।